ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৭৮

পরীমনির মাদক মামলার বিচারকাজ ৬ মাস বন্ধ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:০৯ ৯ জানুয়ারি ২০২৩  

রাজধানীর বনানী থানায় চিত্রনায়িকা পরীমনি ওরফে শামসুন্নাহার স্মৃতির বিরুদ্ধে মাদক মামলার বিচারকাজ ছয় মাস বন্ধ রাখতে সংশ্লিষ্ট আদালতকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এই সময়ের মধ্যে মামলাটি বাতিল প্রশ্নে উচ্চ আদালতের রুল নিষ্পত্তি করতে বলা হয়েছে।

 

রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ সোমবার এ আদেশ দেন। আদালতে পরীমনির পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও শাহ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

 

আইনজীবী শাহ মঞ্জুরুল হক জানান, `মামলাটি বাতিল প্রশ্নে হাইকোর্টের রুল ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলে বিচারিক আদালতকে মামলাটির ট্রায়ালটা প্রসিড না করতে (না চালাতে) নির্দেশ দিয়েছেন। এই ছয় মাসের মধ্যে রুল নিষ্পত্তি করতে ব্যর্থ হলে মামলার প্রসিডিংস (বিচারকাজ) চলবে।’

 

গত বছর ৫ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক নজরুল ইসলাম এ মামলায় তিনজনের অভিযোগ গঠন করে আদেশ দেন। মামলার অন্য দুই আসামি হলেন- পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও মো. কবীর হাওলাদার। পরে ৩০ জানুয়ারি মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমনি।

 

গত বছরের ১ মার্চ সে আবেদনের শুনানির পর হাইকোর্ট মামলাটি বাতিল প্রশ্নে রুল দিয়ে মামলার বিচারিক কাজে স্থগিতাদেশ দেন। মামলাটি কেন বাতিল করা হবে না, জানতে চাওয়া হয় রুলে। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ৮ মার্চ হাইকোর্টের আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর