ঢাকা, ১০ জানুয়ারি শুক্রবার, ২০২৫ || ২৭ পৌষ ১৪৩১
good-food
১৯

পাঠ্যবই থেকে সাকিব-সালাউদ্দিন আউট, জামাল-রানী হামিদ-নিগার ইন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:১৯ ১০ জানুয়ারি ২০২৫  

সপ্তম শ্রেণির ইংরেজি পাঠ্যবই থেকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিনের নাম বাদ দেয়া হয়েছে। তাদের জায়গায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং দাবার কিংবদন্তি রানী হামিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। পাঠ্যপুস্তকে নিজেদের নাম দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা।

 

ডেনমার্কে বেড়ে ওঠেন জামাল ভূঁইয়া। সেখান থেকে বাংলাদেশে এসে নিজেকে প্রমাণ করেছেন। বর্তমানে জাতীয় দলে নিজেকে অপরিহার্য করে তুলেছেন। প্রায় ৬ বছর ধরে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক তিনি। প্রবাসী ফুটবলার বা ক্রীড়াবিদদের বড় তারকা হয়ে ওঠার ক্ষেত্রে রোল মডেল জামাল। ফলে পাঠ্যবইয়ে তার নাম যুক্ত করা হয়েছে।

 

বর্তমানে পারিবারিক কাজে ইউরোপে রয়েছেন জামাল। সেখান থেকেই পাঠ্যবইয়ে নিজের নামের খবর পেয়েছেন। সেটা জেনে উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, আমি কখনো পাঠ্যবইয়ে স্থান পাবো ভাবিনি। কয়েক লাখ তরুণ-তরুণী আমাকে পড়বে ও দেখবে। এটা সত্যিই অবিশ্বাস্য। আমি অত্যন্ত গর্বিত বোধ করছি।

 

মহিলা দাবায় বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ। তার বয়স এখন ৮২। বয়সকে তুড়ি মেরে এখনো খেলে যাচ্ছেন দিব্যি। হাঙ্গেরি অলিম্পিয়াডে টানা পাঁচ রাউন্ড জিতে আলোড়ন তুলেছেন তিনি।

 

পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির বিষয়ে বর্ষীয়ান এই দাবাড়ুর প্রতিক্রিয়া, একজন আমাকে দেখিয়েছে যে, আমার নাম ও ছবি পাঠ্যবইয়ে এসেছে। এটা এক প্রকার বড় স্বীকৃতি। শিক্ষার্থীরা খেলোয়াড়দের ত্যাগ-অবদান সম্পর্কে জেনে বড় হবে। তারা ক্রীড়াবিদদের সম্মান-মর্যাদার ব্যাপারে সম্যক ধারণা পাবে।

 

পাঠ্যবইয়ে ক্রীড়াবিদদের স্থান পাওয়া নতুন নয়। এর আগে কাজী সালাউদ্দিন, সাকিব আল হাসানের নাম ছিল। এবার তাদের বদলে জামাল ভূঁইয়া, রানী হামিদ এবং বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানাকে স্থান দেয়া হয়েছে।
 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর