ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
৬৭০

পিতা-মাতার কবরের পাশে চিরনিদ্রায় ব্যারিস্টার মওদুদ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪৮ ১৯ মার্চ ২০২১  


নোয়াখালী জেলার কৃতি সন্তান, বরেণ্য রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমদের ৩য় দফা জানাজা শেষে কোম্পানিগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামে পিতা মাতার কবরের পাশে দাফন করা হয়।

 দুপুর ৩টা ১০ মিনিটের দিকে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে কবিরহাট ডিগ্রি কলেজ প্রাঙ্গণে মওদুদ আহমদের মরদেহ আনা হয়। এরপর নিজ উপজেলা কোম্পানীগঞ্জের বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে এবং সর্বশেষ মানিকপুর গ্রামের বাড়ির সন্মুখে জানাজা শেষে পিতা মাতার কবরের পাশে তাকে সমাহিত করা হয়েছে।

 শুক্রবার দুপুর ৩টা ৩৫ মিনিটের দিকে নোয়াখালীর কবিরহাট উপজেলার কবিরহাট ডিগ্রি কলেজ মাঠে তার তৃতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বিকেল ৫টায় কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট সরকারি মুজিব মহাবিদ্যালয় মাঠে নামাজে জানাজায় বসুর হাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।

কবিরহাটে জানাজায় নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধরী, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, কেন্দ্র বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কেন্দ্রীয় বিএনপির সদস্য তাবিথ আউয়াল, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনসহ দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ অংশ গ্রহণ করেন ।