ঢাকা, ২২ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৪৪

পিন নম্বর ছাড়াই সব কার্ডে লেনদেন করা যাবে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:০৭ ৬ ফেব্রুয়ারি ২০২৩  

এখন পিন নম্বর ছাড়াই সবধরনের কার্ডে ৫ হাজার টাকা পর্যন্ত স্পর্শহীন লেনদেন করা যাবে। আগে শুধু ক্রেডিট কার্ডে এই সুযোগ ছিল। ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

 

কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ বিষয়ে নির্দেশনা দিয়েছে। ইতোমধ্যে এই সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। 

 

এতে বলা হয়, ক্রেডিট ছাড়াও ডেবিট ও প্রিপেইড কার্ডে এখন থেকে পিন ছাড়া স্পর্শহীন লেনদেন করতে পারবেন সব ব্যাংকের গ্রাহক। একবারে আদান-প্রদান করা যাবে সর্বোচ্চ ৫ হাজার টাকা।

 

এখন থেকে সবধরনের এটিএম কার্ডে টাকা লেনদেন করা যাবে। এই সিদ্ধান্তের ফলে ডিজিটাল লেনদেন আগের চেয়ে অনেক সহজ হবে।