ঢাকা, ১৮ জানুয়ারি শনিবার, ২০২৫ || ৪ মাঘ ১৪৩১
good-food
৪৯০

পুকুর চুরি করেছেন ওসি প্রদীপ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৩৬ ১০ আগস্ট ২০২০  

 শুধু প্রবাদ নয়, বাস্তবেই পুকুর চুরির অভিযোগ আছে আলোচিত টেকনাফের সাবেক ওসি প্রদীপের বিরুদ্ধে। চট্টগ্রামের বোয়ালখালীতে নিজ গ্রামে প্রভাব খাটিয়ে দেড় কোটি টাকার পুকুর দখল করেছেন। প্রভাবশালী হওয়ায় কেউই অনিয়মের বিরুদ্ধে মুখ খুলতে চায় না। তার স্ত্রীর নামে রয়েছে বেশকটি পুকুর। আর এই পুকুর থেকে প্রদীপের স্ত্রী আয় দেখিয়েছেন কোটি টাকা। 

সবুজে ঘেরা বিশাল পুকুর। আছে সান বাঁধানো আকর্ষণীয় ঘাটও। টেকনাফের সাবেক ওসি প্রদীপের গ্রামের বাড়ি বোয়ালখালীর কুনজরি গ্রামে দুই একরের পুকুরটির বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। অভিযোগ আছে পুকুরটির সামান্য অংশ প্রদীপের পরিবারের থাকলেও পুরো পুকুরটাই জোর করে দখল করে নিয়েছেন।

স্থানীয় একজন বলেন, 'একজনের কাছ থেকে কিছু অংশ কিনেছে। বাকি অংশীদারদের থেকে কিনেনি। ওরা প্রশাসনের লোক ভয়ভীতি দেখিয়ে দখল করে নিয়েছে।'
বোয়ালখালী সারোয়াতলীর চেয়ারম্যান বেলান হোসেন বলেন, 'আমি জানি ওসি প্রদীপের বউয়ের নামে মাছ চাষ হতো এমন কয়েকটা পুকুর আছে।'

আরেকজন বলেন, 'আমরা কাগজপত্র বের করেছি। সেটিতে অনেক ওয়ারিশ বের হবে। কিন্তু আমরা শুনছি বাংলাদেশ সরকার নাকি লিস দিয়েছে সেখান থেকে উনি নিয়েছে।'

প্রদীপের তিন ভাই প্রশাসনে চাকরি করেন। তাই স্থানীয়ভাবে প্রভাবশালী। তাদের অপকর্মের বিরুদ্ধে ভয়ে মুখ খুলতে চায় না এলাকাবাসী।

এলাকাবাসীর একজন বলেন, 'প্রশাসনে চাকরি করে বিধায় ভয় পেয়ে কেউ কিছু করে না। এরা নিজেরাই চারদিক দখল করে রাখছে।'

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর