ঢাকা, ২৭ নভেম্বর বুধবার, ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৬৪৩

পুরান ঢাকায় ফের আগুন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৫৪ ২৩ মার্চ ২০১৯  

রাজধানীর লালবাগের শহীদনগরের ৬ নম্বর গলিতে কাগজের কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট কাজ করেছে।

 

ফায়ার সার্ভিস সদর দফতরে ডিউটি অফিসার আতাউর রহমান বলেন, রাত সাড়ে ৯ টার কিছু পর আগুন লাগে। রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অবশ্য পুরোপুরি নেভানোর জন্য আরও সময় লাগবে।

এ আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে বলেও জানান তিনি।

 

গেল ২০ ফেব্রুয়ারি চকবাজারের চুরিহাট্টায় ভয়াবহ আগুনে ৭১ জন নিহত হন।

 

ওই ঘটনার পর পুরান ঢাকা থেকে রাসায়নিক ও প্লাস্টিকের গুদাম সরিয়ে নিতে অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। পরে ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে প্লাস্টিক দ্রব্য বাদ দিয়ে রাসায়নিকের কারখানা ও গুদাম সরানোর ঘোষণা দেন মেয়র সাঈদ খোকন।

এর আগে ২০১০ সালের জুন রাতে পুরান ঢাকার নিমতলী এলাকার আগামাসি লেনের কায়েতটুলির সাপ মন্দির রোডে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে ১২৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়।

 

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর