ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৯৫

পুলিশের মারধরে নারী অন্ধ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০৩ ২৪ ডিসেম্বর ২০২০  

যুক্তরাষ্ট্রের শিকাগোয় এক শপিংমলের সামনে চুল ধরে টেনেহিঁচড়ে গাড়ি থেকে বের করায় পুলিশের বিরুদ্ধে মামলা করেছেন কৃষ্ণাঙ্গ এক নারী। তার নাম মিয়া রাইট (২৫)। তিনি ও তার পরিবারের চার সদস্য বলছেন, তাদের নাগরিক অধিকার লঙ্ঘন করা হয়েছে।

 

গেল মে মাসে যুক্তরাষ্ট্রের মিনেপোলিসে শ্বেতাঙ্গ পুলিশের নির্যাতনে নিহত হন কৃষ্ণাঙ্গ বাস্কেটবল তারকা জর্জ ফ্লয়েড। তার মৃত্যুর প্রতিবাদে ফুঁসে ওঠে সারাদেশ। মার্কিন রাজধানী ওয়াশিংটনসহ ৪০টি শহরে আন্দোলন ছড়িয়ে পড়ে। 

 

ব্যতিক্রম ছিল না শিকাগো। সেখানে বিক্ষোভ দমনে তৎপর ছিল পুলিশ। ওই সময় সেই শপিংমলের সামনে এক গাড়িতে তল্লাশি চালায় তারা। জানালা ভেঙে জোর করে যাত্রীদের বের করে নিরাপত্তা সদস্যরা। 

 

তাদেরই একজন ছিলেন রাইট। তার চুল ধরে বের করে পুলিশ। তারা জানালা ভাঙলে সেই কাঁচ উড়ে এসে লাগে ওই নারীর এক চোখে। এখন সেটি অন্ধ হয়ে গেছে।

 

সেই জেরে শিকাগোর ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে মামলা করেছেন রাইট। অভিযোগে তিনি বলেন, পুলিশ মাটির সঙ্গে আমার মুখ ও গলা চেপে ধরেছিল। আমি শ্বাস-প্রশ্বাস নিতে পারছিলাম না। আমার মুখমণ্ডল  থেঁতলে দিয়েছিল তারা। আমি পক্ষাঘাতগ্রস্ত হওয়ার শঙ্কায় ছিলাম।

 

পুলিশ বলছে, ওই শপিংমলে লুটপাটের খবর পেয়েছিলেন তারা। তাই ঘটনাস্থলে পৌঁছেন। ঘটনাক্রমে রাইটদের গাড়ি সামনে এসে পড়ে। তাতে অনেক মালামাল ছিল।

 

কর্মকর্তারা বলছেন, তারা সন্দেহ করেছিলেন গাড়িতে থাকা মানুষগুলো বিশৃঙ্খলার সৃষ্টি করছেন।

 

কিন্তু রাইট বলছেন, গাড়িতে থাকা তিনি এবং অন্যান্যরা জন্মদিনের পার্টির কেনাকাটা করতে শপিংমলে গিয়েছিলেন। অশান্ত পরিবেশের কারণে এটি বন্ধু সেটা বুঝতে পারেননি তারা।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর