ঢাকা, ২৩ নভেম্বর শনিবার, ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩০৪

পেঁয়াজে দামে সেঞ্চুরি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:০৫ ২২ আগস্ট ২০২৩  

 

ভারত পেঁয়াজ রফতানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপের পর থেকেদেশের পেঁয়াজের বাজার  টালমাটাল হয়ে পড়েছে।প্রতিদিনই বাড়ছে দাম। এক দিনের ব্যবধানে কেজিতে ১৫-২০ টাকা বেড়ে দেশী পেয়াজের কেজি হয়েছিল ৯০ টাকা এবং ভারতীয় মোটা পেঁয়াজের কেজি ৭০ টাকা  হয়েছিল। মঙ্গলবার সেঞ্চুরি হাঁকালো পেঁয়াজ। দেশী পেঁয়াজের কেজি ১০০ টাকা এবং আমদানীকরা ভারতীয় পেঁয়াজের কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। 
ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজের দাম আরো বাড়বে।

 পেঁয়াজ রফতানিতে ভারতের শুল্ক আরোপের আদেশ জারির খবর ছড়িয়ে পড়তে সক্রিয় হয়ে উঠেছে সিন্ডিকেট। শুল্কযুক্ত পেঁয়াজ আমদানি শুরুর আগেই বাড়িয়ে দিয়েছে পেয়াজের দাম। একদিনের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ২০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, অনেক আড়তদার বেশি লাভের আশায় পেঁয়াজ বিক্রি বন্ধ রেখেছেন। ফলে পেঁয়াজের দাম আরও বাড়তে পারে।


ভারতের পেঁয়াজ বাজারে আসার আগেই দাম বৃদ্ধি প্রসঙ্গে রাজধানীর কারওয়ান বাজারের আড়তদার মানিক জানান, হিলিতে ও বেনাপোলে দাম বাড়ায় আড়তেও দাম বেড়েছে। 
তিনি বলেন, স্থলবন্দরকেন্দ্রিক ব্যবসায়ীরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করেন। বেপারিরা সেখান থেকে আড়তে আনেন। তাদের নির্ধারিত দামে কমিশনের ভিত্তিতে আড়তে পেঁয়াজ বিক্রি হয়। গত দুই দিনের ব্যবধানে কেজিতে ১৫-২০ টাকা বেড়ে যাওয়ায় পাইকারি বাজারের প্রভাব পড়েছে খুচরা বাজারে।