ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩১৯

পেনসিলভেনিয়ায় হাজারো ব্যালটের হদিস মিলছে না

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৮ ৩১ অক্টোবর ২০২০  

ভোটারদের কাছে মেইলে ৪০ হাজার ব্যালট পাঠালেও এখন পর্যন্ত ২১ হাজার ৩০০টি ফেরত পেয়েছে পেনসিলভেনিয়ার বাটলার কাউন্টি। বাকি কয়েক হাজারের কোনো হদিস মিলছে না! 

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র ২ দিন বাকি। এর আগে এমন ঘটনা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কারণ, এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পেনসিলভেনিয়াকে অন্যতম সুইং অঙ্গরাজ্য মনে করা হচ্ছে।

 

কাউন্টির নির্বাচন পরিচালক অ্যারন সিসলে বলেন, এখন পর্যন্ত আমরা ১০ হাজারের বেশি ভোটারের ফোন পেয়েছি। তারা বলছেন, তাদের কাছে ডাকযোগে ব্যালট পৌঁছায়নি। অনেকে আবার একাধিকবার ফোন দিয়েছেন। তবে ঠিক কতজন ব্যালট পাননি তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। 

 

সিসলে বলেন, ডাক বিভাগ থেকে পিটসবার্গ, (যে শহরে বাটলার অবস্থিত) এর মধ্যেই কিছু একটা ঘটেছে। যেখানে যেখানে ডাক থামে আমরা প্রতিটি জায়গা খুঁটিয়ে দেখছি, যাতে বাটলারের দেড় লাখ ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। 

 

শুক্রবার (৩০ অক্টোবর) কাউন্টি কর্মকর্তারা সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ৪০ হাজার ভোটারের কাছে ব্যালট পাঠানোর নির্দেশ দেয়া হয়েছিল। ভোট দিয়ে ব্যালট পাঠিয়েছেন ২১ হাজার ৩০০ ভোটার। বাকিগুলো এখনও পাইনি। সেগুলো ভোটাররা ফেরত পাঠাননি না কারচুপি হয়েছে বুঝতে পারছেন না তারা।

 

এই ঘটনায় দেশটির ডাক বিভাগের মুখপাত্র মার্টি জনসন বলেন, ডাক বিভাগ থেকে বাটলার কাউন্টিতে ব্যালট পাঠানোর বিষয়ে কোনো বিলম্ব বা অন্য কোনো ঘটনার সংবাদ আমরা পাইনি। তাই কেন ব্যালট না পাওয়ার খবর আসছে তা আমরা জানি না। 

 

উল্লেখ্য, যারা অসুস্থ, প্রতিবন্ধী, ভ্রমণ ও রাজ্যের বাইরে পড়াশোনার কারণে ভোটকেন্দ্রে যেতে পারেন না, তাদের জন্য যুক্তরাষ্ট্রে ডাকযোগে ভোট দেয়ার সুযোগ রয়েছে। তবে করোনার কারণে এবার অন্যরাও ডাকযোগে ভোট দিচ্ছেন।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর