ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৬১১

পোশাক কারখানা ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখতে বললো বিজিএমইএ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৫০ ৪ এপ্রিল ২০২০  

নভেল করোনাভাইরাস মহামারীর মধ্যে তৈরি পোশাক কারখানাগুলো আসছে ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখতে মালিকদের প্রতি আহ্বান জানালেন বিজিএমইএ সভাপতি রুবানা হক।

 

তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠনটির সভাপতি রুবানা শনিবার রাতে সাংবাদিকদের কাছে পাঠানো অডিও বার্তায় গার্মেন্ট মালিকদের প্রতি এই আহ্বান জানান।


 
দেশে করোনাভাইরাস মহামারী ঠেকাতে গেল ২৬ মার্চ থেকে সব অফিস-আদালতে ছুটি ঘোষণা করা হলেও পোশাক কারখানার বিষয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত দেয়নি সরকার।

 

তবে বিজিএমইএ ও বিকেএমইএ অধিকাংশ কারখানা বন্ধের সিদ্ধান্ত দিলে অনেক শ্রমিক বাড়ি ফিরে যান।
 
শনি ও রোববার কিছু কারখানা খোলার সিদ্ধান্ত শোনার পর শুক্রবার থেকে বিভিন্ন অঞ্চল থেকে ঢাকার পথে রওনা হন অনেক পোশাক শ্রমিক। গণপরিবহণ বন্ধ থাকায় বেশিরভাগই হেঁটে রওনা হন। অনেক কষ্টে ঢাকা ফেরার ছবি গণমাধ্যম ও সোস্যাল মিডিয়ায় প্রকাশ পায়।