ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৮৭

প্রথমবার ইফতারের আয়োজন করলেন জেলেনস্কি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:১০ ৮ এপ্রিল ২০২৩  

রাজধানী কিয়েভে ক্রিমিয়ার প্রথমবারের মত তাতার কালচারাল সেন্টারের মুসলিমদের সম্মানে ইফতারের আয়োজন করলেন জেলেনস্কি। স্থানীয় সময় শুক্রবার (৭ এপ্রিল) এই ইফতারের আয়োজন করা হয়।

 

এসময় ক্রেমলিন-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় সংখ্যালঘু মুসলিম তাতার সম্প্রদায়ের প্রতি রাশিয়ার আচরণের নিন্দা জানান জেলেনস্কি। রাশিয়া থেকে ক্রিমিয়া পুনর্দখলের প্রতিশ্রুতি দেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

 

ইফতারের আগে ফ্রন্টলাইনে লড়াই করা মুসলিম সেনাদের হাতে মেডেল তুলে দেন জেলেনস্কি। এসময় সমগ্র বিশ্বের মুসলিমদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

 

জেলেনস্কি ঘোষণা দেন, প্রতিবছর রমজানের একটি দিন আনুষ্ঠানিকভাবে ‘সম্মানজনক বিশেষ ইভেন্ট’ হিসেবে পালন করা হবে। ইউক্রেনের রাষ্ট্রপ্রধান ইফতার আয়োজনে যোগ দেবেন।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর