ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
৮৭৫

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে যাচ্ছে না ঐক্যফ্রন্ট

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩৭ ২৬ জানুয়ারি ২০১৯  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে যাচ্ছে না জাতীয় ঐক্যফ্রন্ট। ফ্রন্টের শরিক গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২ ফেব্রুয়ারি শুভেচ্ছা বিনিময়ের জন্য ঐক্যফ্রন্ট নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। ওই দিন বিকেলে শুভেচ্ছা বিনিময়ের জন্য গণভবন থেকে চা-চক্রের আমন্ত্রণ পেয়েছি। তবে তাতে যাওয়ার সুযোগ নেই।

ঐক্যফ্রন্ট তাহলে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে যাচ্ছে না? জবাবে সুব্রত চৌধুরী বলেন, এটা আপাতত প্রাথমিক প্রতিক্রিয়া। একাদশ সংসদ নির্বাচনের পর এ নিয়ে সংলাপের প্রস্তাব দিয়েছিলাম আমরা। ওই নির্বাচন প্রহসনের নির্বাচনে পরিণত হয়েছে। তাই এটা নিয়ে সংলাপের প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু এখন শুভেচ্ছা বিনিময়ের জন্য ডাকা হয়েছে। বলতে পারেন আমরা সেখানে যাচ্ছি না।

তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিষয়টা আমি জানি না। এ সম্পর্কে আমার কোনো ধারণা নেই।