ঢাকা, ০৮ সেপ্টেম্বর রোববার, ২০২৪ || ২৪ ভাদ্র ১৪৩১
good-food
৪১৯

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন যারা

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:০৫ ১২ জানুয়ারি ২০২৪  

আবারও নতুন করে নিয়োগ পেতে যাচ্ছেন প্রধানমন্ত্রীর আগের পাঁচ উপদেষ্টা। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, আগে নিয়োগ দেয়া ৫ উপদেষ্টাকে আবার উপদেষ্টা করে আদেশ হবে আজই। এর সঙ্গে নতুন করে যুক্ত হবেন কামাল নাসের চৌধুরী। সজীব ওয়াজেদ জয় বাদ পড়েছেন।

 

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে এতদিন দায়িত্ব পালন করছিলেন ড. মসিউর রহমান (অর্থনৈতিক বিষয়ক), ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী (বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক), গওহর রিজভী (আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক) মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক (নিরাপত্তা বিষয়ক), সালমান এফ রহমান (বেসরকারি শিল্প ও বিনিয়োগ) এবং সজীব ওয়াজেদ জয় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)।

 

প্রধানমন্ত্রীর উপদেষ্টারা পূর্ণ মন্ত্রীর মর্যাদা ভোগ করেন। তবে নতুন মেয়াদে তাদের দপ্তর এখনও বন্টন করা হয়নি