ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৫৬

প্রধানমন্ত্রী আজ কক্সবাজার যাচ্ছেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:১৮ ৭ ডিসেম্বর ২০২২  

কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে মহাপরিকল্পনার অংশ হিসেবে ১০টি মেগা প্রকল্পসহ ছোট-বড় ৭২টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। এরই মধ্যে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ, খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প, কক্সবাজার মেডিকেল কলেজ, লিংক রোড থেকে হলিডে মোড় সড়ক এবং মহেশখালী ডিজিটাল আইল্যান্ডের সুযোগ-সুবিধা ভোগ করছে জনগণ। চলমান প্রকল্পগুলোর মধ্যে আরো ২৪টির কাজ এরই মধ্যে শেষ হয়েছে। সদ্য সমাপ্ত এসব প্রকল্পের আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি ৫৭২ কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন।

সফরের শুরুতে সকালে উখিয়ার ইনানীতে বঙ্গোপসাগরের পাড়ে দাঁড়িয়ে আন্তর্জাতিক নৌমহড়ায় অংশ নেবেন শেখ হাসিনা। পরে শহীদ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে জনসভায় ভাষণ দেবেন

কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ জানান, ‘কক্সবাজারকে একটি উন্নত ও পরিপূর্ণ পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নজর রয়েছে। সম্প্রতি শেষ হওয়া আরো ২৪টি উন্নয়ন প্রকল্পসহ চারটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন ও ভিত্তিপ্রস্তরের তালিকায় আরো প্রকল্প যুক্ত হতে পারে।’

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর