ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
১০৪৫

প্রশাসনের সহযোগিতায় জাল ভোট দিচ্ছে আ.লীগ : ফখরুল 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৪৪ ৩০ ডিসেম্বর ২০১৮  

ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঐক্যফ্রন্ট মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন,  আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা প্রশাসনের সহায়তায় জাল ভোট দিচ্ছে।
তিনি বলেন, আমার নির্বাচনী আসনে পোলিং এজেন্টদেরকে কেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে না ।

রোববার সকাল সোয়া ৮টায় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে তিনি এ অভিযোগ করেন।
 
ভোট দিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকর্মীদের মির্জা ফখরুল বলেন, পোলিং এজেন্টদেরকে কেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে না। রাতে নির্বাচন কমিশন কর্মকর্তার কাছে আমি পোলিং এজেন্টের তালিকা দিয়েছিলাম। সে তালিকা থেকে অনেককেই রাতেই পুলিশ ধরে নিয়ে গেছে।

তিনি বলেন, বিভিন্ন কেন্দ্র থেকে জাল ভোটের খবর পাচ্ছি। ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেয়া হচ্ছে।

সাধারণ ভোটারদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, শত বাধা বাধা পেরিয়েও ভোট কেন্দ্রে যাবেন। নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন।