ঢাকা, ৩১ অক্টোবর বৃহস্পতিবার, ২০২৪ || ১৬ কার্তিক ১৪৩১
good-food
১৫৪

প্রেসিডেন্ট নির্বাচন থেকে জো বাইডেন সরে দাঁড়ালেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০২ ২৩ জুলাই ২০২৪  

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের নির্বাচনের জন্য দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরিবর্তে, তার উত্তরসূরি হওয়ার জন্য নাম প্রস্তাব করেছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের।

তার এই প্রার্থীপদ প্রত্যাহারের সিদ্ধান্ত হোয়াইটি হাউসের দৌড়কে বেশ আকর্ষণীয় করে তুলেছে।

নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচন হওয়ার কথা। তাকে ঘিরে প্রার্থীদের প্রচারও জোর কদমে চলছে। এসবের মাঝেই তার পুনর্নির্বাচনের জন্য প্রচারে ইতি টেনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন মি. বাইডেন।

সাম্প্রতিক কালে প্রেসিডেন্ট পদপ্রার্থীর দৌড় থেকে সরে দাঁড়ানোর জন্য তার উপর 'চাপ বাড়ছিল'।


রোববার এক বিবৃতিতে ৮১ বছরের মি বাইডেন জানিয়েছেন, সেবা করা 'সবচেয়ে বড় সম্মানের' কিন্তু সরে দাঁড়ানোর সিদ্ধান্ত 'আমার দল ও দেশের সর্বোত্তম স্বার্থে'।

গত ২৭ জুন, মার্কিন প্রেসিডেন্ট পদের জন্য রিপাবলিকান প্রার্থী এবং তার (জো বাইডেনের) প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি ডিবেট বা বিতর্ক অনুষ্ঠানে জো বাইডেনের 'হতাশাজনক পারফর্ম্যান্সের' পর প্রার্থী হিসাবে নিজেকে প্রত্যাহার করার জন্য তার উপর চাপ বাড়ছিল।

একে কেন্দ্র করে মার্কিন রাজনীতিতে সম্প্রতি একটা টালমাটাল পরিস্থিতি তৈরী হয়েছিল। তবে মার্কিন প্রেসিডেন্টের রোববারের ঘোষণা অবশ্য সেই পরিস্থিতির সমাপ্তি ঘটিয়েছে।

মি. বাইডেন জানিয়েছেন, তিনি জানুয়ারি পর্যন্ত প্রেসিডেন্ট থাকবেন।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর