ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
৯০১

ফরমায়েসি’ বিরোধীদল সংসদকে কার্যকর করবে না : ইনু

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৩৫ ৮ ফেব্রুয়ারি ২০১৯  

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও জাতীয় সংসদের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, ফরমায়েসি বিরোধী দল গঠন সংসদকে কার্যকর করবে না বরং সংসদ সদস্যদের স্বাধীন প্রাণবন্ত ভূমিকাই সংসদকে কার্যকর করবে।

শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে দলের দুদিন ব্যাপী জাতীয় কমিটির সভায়  তিনি এ কথা বলেন।

জাসদ সভাপতি বলেন, ১৪ দল ও মহাজোট নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন জোটগতভাবেই মোকাবেলা করে বিজয় অর্জন করেছে। জনগণ ১৪ দল ও মহাজোটকে সরকার গঠন ও দেশ পরিচালনায় নেতৃত্ব দেয়ার জন্য গণরায় দিয়েছে। সুতরাং ১৪ দলের বা মহাজোটের কোনো শরিক সংসদে সরকারের বিরুদ্ধে সংসদীয় অবস্থান বা রাজনৈতিক অবস্থান গ্রহণ করবে কিনা, সেটা সেই দলের নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত জাসদ জাতীয় কমিটির সভায়  দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরী সভাপতি অ্যাড. রবিউল আলম, প্রফেসর ড. আনোয়ার হোসেন, মীর হোসাইন আখতার, আব্দুল হাই তালুকদার, অ্যাড. হাবিবুর রহমান শওকত, ফজলুর রহমান বাবুল, নুরুল আখতার ও নাদের চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।