ঢাকা, ২৭ নভেম্বর বুধবার, ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১০৫৭

ফেরদৌস-পূর্ণিমা ঢাকায় : ‘গাঙচিল’ শুটিং বন্ধ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:২৩ ১২ ফেব্রুয়ারি ২০১৯  

একটি দুর্ঘটনা ওলট-পালট করে দিল সবকিছু। মোটরসাইকেল দুর্ঘটনায় নায়ক ফেরদৌস ও নায়িকা পূর্ণিমার আহত হওয়ার ঘটনায় সাময়িকভাবে শুটিং বন্ধ করে দেন পরিচালক। ভেবেছিলেন, সাময়িক বিশ্রাম শেষে ফের শুটিং শুরু করবেন। কিন্তু চিকিৎসকের কড়া নির্দেশ, বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে ফেরদৌস ও পূর্ণিমাকে। শিল্পীদের সুস্থতার কথা ভেবে তাই শুটিং বন্ধ করে দেন পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল। অবশেষে পরিচালকসহ শিল্পীদের ঢাকায় ফিরেছেন।

নোয়াখালীর চরমণ্ডলে কয়েক দিন আগে শুরু হয় গাঙচিল সিনেমার শুটিং। শুরুর দিন থেকেই শুটিংয়ে অংশ নেন নায়ক ফেরদৌস ও নায়িকা পূর্ণিমা। তবে রোববার শুটিং শুরুর কিছুক্ষণ পরই ঘটে দুর্ঘটনা। চিত্রনায়িকা পূর্ণিমা মোটরসাইকেল চালানোর সময় স্লিপ কেটে উল্টে গেলে দুর্ঘটনা ঘটে। পেছনে বসা ফেরদৌস ছিটকে রাস্তায় পড়ে যান। এরপর দ্রুত তাঁদেরকে বসুরহাট সেন্ট্রাল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

পরিচালক নেয়ামূল জানান, বুধবার পর্যন্ত শুটিং বাকি ছিল। হঠাৎ এই দুর্ঘটনা সব পরিকল্পনা এলোমেলো করে দেয়। পূর্ণিমা আপার হাতের ব্যথা বেড়েছে। ফেরদৌস ভাইয়ের অবস্থাও খুব একটা সুবিধার না। তাই ঝুঁকি নিয়ে আর কোনো কাজ করতে চাইনি। দুজনের সুস্থতার পর নতুন পরিকল্পনা করে আবার শুটিং শুরু হবে।

৬ ফেব্রুয়ারি থেকে চরমণ্ডল আর চর এলাহীতে গাঙচিল ছবির শুটিংয়ে অংশ নেন ফেরদৌস আর পূর্ণিমা। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন আনিসুর রহমান মিলন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস গাঙচিল নিয়ে ছবিটি তৈরী হচ্ছে।

 

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর