ঢাকা, ১৮ জানুয়ারি শনিবার, ২০২৫ || ৪ মাঘ ১৪৩১
good-food
৪৫৩

ফেসবুকে প্রতারনা:  ১৫ নাইজেরিয়ান গ্রেপ্তার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৩০ ২৮ আগস্ট ২০২০  

ফেসবুক প্রতারক চক্রের ১৫ নাইজেরিয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আমেরিকান নারী সেনা অফিসারের ভুয়া ফেসবুক আইডি ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মানুষের সঙ্গে বন্ধুতা করে প্রতারণা করে চক্রের সদস্যরা। হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। চক্রের সদস্যদের গ্রেপ্তারের পর মালিবাগ সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সিআইডি।
সংবাদ সম্মেলনে সিআইডি’র এডিশনাল ডিআইজি শেখ রেজাউল হায়দার বলেন, নিজেকে আমেরিকান আর্মি পরিচয় দিয়ে ফেসবুকে বন্ধুতা গড়ে। পরবর্তীতে মেসেজের মাধ্যমে বলে, সে ইয়েমেন, আফগানিস্তান বা সিরিয়াতে আছে। জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে। সেখানে যুদ্ধাবস্থা। তার কাছে কয়েক মিলিয়ন ডলার রয়েছে, কিন্তু ওই দেশে যুদ্ধ চলমান থাকায় যেকোনো সময় সেগুলো নষ্ট হতে পারে।
তাই বন্ধু হিসেবে সে এগুলো গিফট করতে চায় বা সংরক্ষণে রাখতে চায়। যদি বেঁচে থাকে তাহলে এগুলো পরে ফেরত নেবে বলে জানায়।
মেসেঞ্জারে-হোয়াট্স অ্যাপে গিফট প্যাকেটের ছবি পাঠায়। পরবর্তী মেসেজে যেকোনো একটি এয়ারলাইনসে গিফট প্যাকেটটি বুকিং দেয়া হয়েছে এরকম রশিদের ছবি পাঠায়। পরে কাস্টমস অফিসার পরিচয়ে ফোন দিয়ে ভ্যাট বাবদ বিভিন্ন ধাপে টাকা নিতে থাকে। কাস্টমস অফিসার পরিচয় দানকারীরা বাংলাদেশী। একইভাবে বাংলাদেশীদের সহযোগিতায় বিভিন্ন ব্যাংকে হিসাব খুলে প্রতারণার টাকা নেয় এই চক্র।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর