ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৯১

ফ্রান্সে ন্যাটো বিরোধী বিক্ষাভ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৪৯ ১১ অক্টোবর ২০২২  

ফ্রান্সের হাজার হাজার মানুষ রাজধানী প্যারিসে বিক্ষোভ করেছেন। জীবনযাত্রার ব্যয় এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধির প্রতিবাদে ডানপন্থী দলের নেতা ফ্লোরিয়ান ফিলিপ্পো, বিরোধী দল প্যাট্রিয়টস-এর নেতা এবং উগ্র ডানপন্থী দল ন্যাশনাল ফ্রন্টের যৌথ উদ্যোগে ওই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

 

২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ফিলিপ্পো ছিলেন  ইউরোপীয় পার্লামেন্টের সদস্য। জাতীয় প্রতিরোধ সমাবেশ নামে অনুষ্ঠিত ওই বিক্ষোভ সমাবেশ থেকে বিক্ষোভকারীরা ন্যাটো থেকে তাদের দেশকে প্রত্যাহার করে নেয়ার দাবি জানিয়েছে। ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে তাদের দেশের সম্পৃক্ততার ব্যাপারে অবস্থান পুরোপুরি পরিবর্তন করার জন্যও সরকারের প্রতি তারা আহ্বান জানায়।

 

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সরকারের অবস্থানের বিরুদ্ধে অনুষ্ঠিত ওই প্রতিবাদ সমাবেশ থেকে সেদেশের জনগণ সরকারের প্রতি আহ্বান জানায় তাদের দেশকে যেন ন্যাটো থেকে প্রত্যাহার করে নেয়া হয়। 'আসো, ন্যাটো থেকে বেরিয়ে যাই'-এই শ্লোগান দেওয়ার পাশাপাশি প্রতিবাদকারীরা ম্যাকরনের পদত্যোগের দাবি জানায়। 

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর