ঢাকা, ০৫ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ২০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৩৮২

ফ্রান্সে ফারুক খানের সমর্থনে নির্বাচনী প্রচারণা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২০ ৮ ডিসেম্বর ২০১৮  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

প্যারিসে গোপালগঞ্জ ১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ফারুক খানের পক্ষে নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী প্রচারণাসভা হয়েছে।

প্যারিসের ক্যাথসীমার স্থানীয় এক রেষ্টুরেন্টে গোপালগঞ্জ ও মুকসুদপুর ফ্রান্স প্রবাসীদের উদ্যোগে সম্প্রতি এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন রিপন মজুমদার এবং যৌথভাবে পরিচালনা করেন গোপাল তালুকদার ও মানব বালা।

প্রধান অতিথি ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন খাঁন লিটন।

বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন কয়েছ, সুব্রত ভট্টাচার্য শুভ, ফয়সাল উদ্দিন, সেলিম ওয়াদা শেলু, ছাহিদুর রহমান ছাহিদ, তারিকুল ইসলাম, ইকবাল হোসেন সুমন, এস এম কামরুল হাসান সেলিম, সেলিম আল দ্বীন, জয়নুল আবেদীন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রশান্ত সরকার, মাসুদ রানা, সুলতান মামুন, বাবলু চৌধুরী, গোবিন্দ বিশ্বাস, নব মজুমদার, পলাশ বারই, সঞ্জিত ,হিমেল, খোকন মাতববর, তাহের মল্লিক, সুশান্ত সরকার, সাগর বেপারী সহ আরো অনেকে।
এসময় উপস্থিত ছিলেন ইসলাম রাজা, রাখেশ, হজরত মোল্লা, ছাদিক, কায়েস, ইমরান, আব্দুল হান্নান শামীম, আব্দুল মতিন, তোফায়েল, জাহাঙ্গীর প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী সংসদ নির্বাচনে আবারো আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। তাই প্রবাস থেকে নিজ নিজ স্বজনদের বলতে হবে নৌকা মার্কায় ভোট দেয়া জন্য।

প্রবাস বিভাগের পাঠকপ্রিয় খবর