ঢাকা, ২৩ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ১০ মাঘ ১৪৩১
good-food
১৮৪০

বইমেলায় হিরো আলমের জীবনী গ্রন্থ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫৮ ৭ ফেব্রুয়ারি ২০১৯  

 এবারের বই মেলায় প্রকাশিত হতে যাচ্ছে হিরো আলমের জীবনী বিষয়ক গ্রন্থ 'দৃষ্টিভঙ্গি বদলান আমরা সমাজকে বদলে দেবো।' হিরো আলমের লেখা বইটি সম্পাদনা করেছেন সৌরভ আলম সাবিদ। এটি বাজারে এনেছে তরফদার প্রকাশনী।

জানা গেছে, অমর একুশে গ্রন্থমেলার ১৯৬ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি। আগামী ১১ তারিখ থেকে হিরো আলম নিজেই স্টলে বসে অটোগ্রাফ দেবেন ভক্তদের।

এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ার আলোচিত এই তারকা হিরো আলম বলেন, 'আমার বইটি কেউ কিনবে নাকি কিনবে না সেটা বড় কথা না তবে আমি সকলকে অনুরোধ করবো বইটি একবার হলেও পড়া উচিত, না কিনলেও অন্তত খুলে পড়ে দেখবেন। আমাকে নিয়ে সবাই অনেক হাসি ঠাট্টা করেন কিন্তু পর্দার ওপারে হিরো আলম কে কয়জন চেনেন?

তিনি বলেন, 'আমার জীবনটা কতটুকু কষ্টের মধ্যে পার হয়েছে এবং কতটুকু পরিশ্রমের মাধ্যমে আমি হিরো আলম হয়েছি সেটা শুধু আমি জানি। আমার পর্দার পেছনের ঘটনাগুলো জানলে আজ হয়তো আপনারা আমাকে নিয়ে ট্রল করতেন না, বরং আমাকে উৎসাহ দিতেন।

যাই হোক এখনো সময় আছে আপনারা যদি দৃষ্টিভঙ্গি না বদলান তাহলে আমাদের সমাজ এবং দেশ কখনোই বদলাবে না। আমি হিরো আলম হয়তো মারা যাবো কিন্তু আমার লেখা বইটি থেকে যাবে এবং একদিন না একদিন আমার এই লেখাগুলো আপনাদেরকে কাঁদাবে।

বইটির প্রকাশক ও সম্পাদনাকারী সৌরভ আলম সাবিদ বলেন, হিরো আলমের জীবন থেকে অনুপ্রেরণা নেওয়ার মতো অনেক বিষয় রয়েছে, যা এই বইয়ে উঠে এসেছে। এটি পুরোপুরি আত্মজীবনীমূলক গ্রন্থ নয়, বইয়ের অনেকাংশই উদ্দীপনামূলক। পাঠকের নিকট এটি সমাদৃত হবে।

সাক্ষাৎকার বিভাগের পাঠকপ্রিয় খবর