ঢাকা, ১৮ জানুয়ারি শনিবার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
৭৩৭

বগুড়ার নন্দীগ্রামে জলাশয়ে গৃহবধূর লাশ, স্বামী আটক

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:১১ ৬ মে ২০২০  

বগুড়ার নন্দিগ্রামে বুড়ইল ইউনিয়নের কৈগাড়ী গ্রামে আজ বুধবার (৬ মে) সকালে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোঃ আমিনুল ইসলামের স্ত্রী মোছাঃ ফাতেমা খাতুন (১৯) এর মৃতদেহ পাশের জলাশয়ে পড়ে থাকা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ লাশ উদ্ধার করে তার স্বামীকে আটক করে থানায় নিয়ে আসে।

 

ঘটনাস্থল পরিদর্শন করে নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকান্ড।

 

এ বিষয়ে নন্দীগ্রাম থানার সেকেন্ড অফিসার আব্দুর রহিমের সাথে কথা বললে তিনি বলেন, আমাদের ধারণা এটি একটি হত্যাকান্ড হতে পারে। হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশটি মর্গে পাঠানো হবে। তদন্ত করার পরেই জানা যাবে এ হত্যার কারণ।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর