ঢাকা, ১৮ জানুয়ারি শনিবার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
৬৪৭

বগুড়ায় র‌্যাবের অভিযান

বগুড়ায় ৩ ফার্মেসী মালিককে কারাদন্ড একজনের ৫০ হাজার টাকা জরিমানা

রিপন দাস, বগুড়াঃ

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:১১ ২১ জুলাই ২০২০  

বগুড়ায় র‌্যাব ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর যৌথ অভিযানে খান মার্কেটে বিভিন্ন ফামের্সীতে টাপেন্টাডল মাদকদ্রব্য রাখার অপরাধে মোবাইল কোর্ট চালিয়ে ঔষধ আইন ১৯৪০ এর ১৮ ধারা ভংগের অপরাধে সাকিব ফার্মেসীর মালিক মোঃ আতাউর রহমান (৪৪) কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বিকাল সাড়ে ৫টার সময় এ অভিযান চালানো হয়।

এছাড়াও অপর ৩ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। এদের মধ্যে (উত্তরণ ফার্মেসী) বগুড়ার শাজাহানপুরের মাদলার মৃত আফতারের ছেলে মোঃ আপেল মাহমুদ (৩০), (বাদশা ফার্মেসী) সদরের শিববাটির মৃত পিয়াস উদ্দিনের ছেলে মোঃ হামিদ খান বাদশা (৪৫) ও (আমিনুল মেডিক্যাল) বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটফুলবাড়ির মোহাম্মদ আলীর ছেলে মোঃ খোরশেদ আলম (২৫)।

এ সময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতিতে জব্দকৃত ঔষধ (টাপেন্টাডল ১০০ এমজি-২ হাজার ৯৯৫ পিস, টাপেন্টাডল ৭৫ এমজি- ৫১৮ পিস, টাপেন্টাডল ৫০ এমজি- ৭৯৮ পিস, ইন্ডিয়ান মুভ- ২১ ডজন এবং ভিটামিন সি-১২ পিস) ধ্বংস করা হয়।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর