ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
২০৮

বঙ্গবন্ধু সেতুতে ৮ দিনে ২৪ কোটি ৫৩ লাখ টাকা টোল আদায়

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৪৮ ১৮ জুন ২০২৪  

ঈদ যাত্রায় ৮ দিনে বঙ্গবন্ধু সেতু দিয়ে ২ লাখ ৯৪ হাজার ৩৯৮টি যানবাহন পারাপার হয়েছে।  রোববার (৯ জুন) থেকে রোববার (১৬ জুন) রাত ১২টা পর্যন্ত ছোট-বড় বিভিন্ন ধরনের এ সব যানবাহন পারাপার হয়। এর ফলে টোল আদায় হয়েছে ২৪ কোটি ৫৩ লাখ ৯৮ হাজার ৪৫০ টাকা। এদিকে গত শুক্রবার বঙ্গবন্ধু সেতু দিয়ে সর্বোচ্চ টোল আদায়ে রেকর্ড করে সেতু কর্তৃপক্ষ। এদিন টোল আদায় হয় ৩ কোটি ৮০ লাখ ৬০ হাজার ৪শ' টাকা। যা বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর থেকে টোল আদায়ের ক্ষেত্রে সর্বোচ্চ রেকর্ড।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, গত ৯ জুন সেতু দিয়ে ২৫ হাজার ২৬৭টি যানবাহন পারাপার হয়। আর এতে টোল আদায় হয় ২ কোটি ৪০ লাখ ১৪ হাজার ৫০ টাকা। এদিন উত্তরবঙ্গগামী ১২ হাজার ৪৭৫টি যানবাহন যানবাহন পারাপার হয়। আর এতে টোল আদায় হয় ১ কোটি ১৮ লাখ ৩০ হাজার ৬শ’ টাকা। ঢাকাগামী ১২ হাজার ৭৯২ টি যানবাহন যানবাহন পারাপার হয়। আর এতে টোল আদায় হয় ১ কোটি ২১ লাখ ৮৩ হাজার ৪৫০ টাকা।