ঢাকা, ২৬ নভেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৫২৫

জাঁকালো আয়োজনে মিউজিক ভিডিও প্রকাশ

বঙ্গবন্ধু – ভুলিনি তোমায়

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৪৫ ১ অক্টোবর ২০২০  

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে জাঁকালো আয়োজনে প্রকাশ করা হলো ‘বঙ্গবন্ধু – আমি ভুলিনি তোমায়’ মিউজিক ভিডিও। 

 

বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ  হাসিনার ‘জন্মদিনের উপহার’ হিসেবে সম্প্রতি নির্মিত হয় এ মিউজিক ভিডিওটি।  

 

বুধবার রাতে রাজধানীর উত্তরায় পার্টি সেন্টারে এ উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য আয়োজন।

 

চমৎকার হৃদয়গ্রাহী এ মিউজিক ভিডিওটির গীতিকার, সুরকার এবং কন্ঠ দিয়েছেন উদীয়মান শিল্পী মো. আব্দুল আজিজ। জাহিদ বাশার পঙ্কজের সংগীত পরিচালনায় মিউজিক ভিডিওটির মডেলও হয়েছেন স্বয়ং আব্দুল আজিজ। 

 

মিউজিক ভিডিও প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন - জাতীয় সংসদের সাবেক সদস্য ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সাফিয়া খাতুন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন - গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান।

 

আলোচনায় অংশ নেন হা-মীম গ্রুপের ডিরেক্টর (দৈনিক সমকাল ও চ্যানেল ২৪) মু. আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব লাইফটিভি’র সম্পাদক আনোয়ার হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিনেতা মাহমুদ সাজ্জাদসহ বিশিষ্টজনরা। বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি করেন কবি ও সাংস্কৃতিক কর্মী আজমেরিনা শাহানি।  

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কোন দলের নয়, তিনি বাংলাদেশের নেতা, বাঙালির নেতা, এ  জাতি ও জনগণের অভিভাবক। তার মহান আদর্শকে বুকে ধারন করে নতুন প্রজন্মকে আদর্শিক হতে হবে। 

 

বঙ্গবন্ধু ও মিউজিক ভিডিও প্রসঙ্গে গানটির গীতিকার, সুরকার ও কন্ঠশিল্পী মু. আব্দুল আজিজ বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে আমি যতই জানার চেষ্টা করেছি ততই আবেগে আপ্লুত হয়ে পড়েছি। যে মানুষটা দেশের জন্য জীবনের অধিকাংশ সময়ই জেলে কাটিয়েছেন, দেশের স্বাধীনতা থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তী দেশকে পুনর্গঠনের জন্য জীবনের পূর্ণ সময় ও মেধা বিনিয়োগ করেছিলেন তার জন্য আমরা কি করতে পেরেছি?  আর এই বোধ থেকেই বঙ্গবন্ধুর প্রতি আমার আবেগ, অনুভূতি ও ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে বঙ্গবন্ধুকে সমালোচনার উর্ধ্বে রেখে দলমত নির্বিশেষে সবার কাছে সঠিকভাবে উপস্থাপনের জন্য আমার এই ছোট্ট প্রয়াস।

 

অনুষ্ঠানে needs24.tv ও  Truel News – এর লোগো উন্মোচন করা হয়। 

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর