ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৬৪৭

বজ্রপাতে একদিনে ২১ জনের মৃত্যু 

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:০৯ ৭ জুন ২০২১  

দেশে বজ্রপাতে মানুষের মৃত্যু কিছুতেই ঠেকানো যাচ্ছে না। উল্টো প্রতিদিন এই সংখ্যা বাড়ছে। গত রোববার সারাদেশে বজ্রপাতে সকাল থেকে রাত পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে।

 

এদের মধ্যে, সিরাজগঞ্জে ৫ জন, চট্টগ্রামে ৪ জন ফেনীতে ২ জন, টাঙ্গাইলে ২ জন এবং রাজবাড়ী ১ জন, নাটোরে ১ জন, মাদারীপুরে ১ জন, নোয়াখালীতে ১ জন, মুন্সিগঞ্জে ১ জন, পটুয়াখালীতে ১ জন, মানিকগঞ্জে ১ জন, মেহেরপুরে ১ জন ও বরিশালে একজনের মৃত্যু হয়েছে।


সিরাজগঞ্জের শাহজাদপুর, উল্লাপাড়া ও বেলকুচি উপজেলায় রবিবার বিকেল পৌনে ৫টার দিকে পৃথক বজ্রপাতে পাঁচজন মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের চর আঙ্গারু গ্রামের আমানত মোল্লার ছেলে মো. আব্দুল্লাহ ওরফে জুয়েল রানা(২৬), নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামের মৃত জালাল উদ্দিন ভোলার ছেলে আলহাজ আলী বাবুর্চি(৬০), উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের আগদিঘল গ্রামের শাহেদ আলীর ছেলে নবম শ্রেণির ছাত্র ফরিদুল ইসলাম (১৬), সলঙ্গা ইউনিয়নের আঙ্গারু গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৫) ও বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের চর সমেশপুর গ্রামের লাইলি বেগম (৪৫)।

 

চট্টগ্রামের মিরসরাই ও বোয়ালখালীতে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। একইদিনে ফটিকছড়িতে মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। 


জেলার সোনাগাজীতে বজ্রপাতে দুই শিশু নিহত হয়েছে। উপজেলার বগাদানা ইউনিয়নের আলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সাজেদা আক্তার (১২) ও আল আমীন (৬)। তারা দুজনই স্থানীয় কাটাখিলা ছমদিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী।


টাঙ্গাইলের নাগরপুরে পৃথক দুইটি স্থানে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। রবিবার বিকালে উপজেলার ভাদ্রা ও বেকড়া ইউনিয়নে পৃথক দুইটি স্থানে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়। মৃতরা হলেন- উপজেলার ভাদ্রা ইউনিয়নের গাংবিহালী গ্রামের মোঃ বক্তার খানের ছেলে আলমাছ খান (৫৫) এবং বেকড়া ইউনিয়নের বেকড়া মধ্য পাড়া গ্রামের মৃত পলান মিয়ার ছেলে সোনা মিয়া (৫৩)।

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর