ঢাকা, ২৭ নভেম্বর বুধবার, ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১০৪১

পৌনে ৫ঘন্টায় ঢাকা-রাজশাহী

বনলতা ট্রেন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:২৭ ২৫ এপ্রিল ২০১৯  

অবসান ঘটলো উত্তরাঞ্চল বাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার। উদ্বোধন করা হলো বনলতা এক্সপ্রেস।

আজ বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে বিরতিহীন আন্তঃনগর ট্রেন বনলতা এক্সপ্রেস'র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পতাকা উড়িয়ে বাঁশি বাজিয়ে এই ট্রেনের উদ্বোধন করেন তিনি।

 

আসছে ২৭ এপ্রিল থেকে এই রুটে নিয়মিত চলবে এই ট্রেন।  

 

বনলতা এক্সপ্রেসে থাকছে আরামদায়ক সিট, উন্নত টয়লেট ও খাবারসহ নানা সুযোগ সুবিধা।

সংশ্লিষ্টরা বলছেন, এই ট্রেনের মাধ্যমে রাজশাহীসহ উত্তরাঞ্চলের মানুষের যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হলো। দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাওয়ায় এ অঞ্চলের মানুষ দারুণ খুশি।

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, ৯২৮ সিটের এই কোচগুলো ইন্দোনেশিয়া থেকে আনা। আরামদায়ক সিট ও অত্যাধুনিক সুযোগ সুবিধার পাশাপাশি দ্রুতগতির এই ট্রেনে খুব কম সময়ে যাওয়া আসা করতে পারবেন যাত্রীরা।

 

পশ্চিমাঞ্চল রেলওয়ে চীফ কর্মাশিয়াল ম্যানেজার এএমএম শাহনেওয়াজ বলেন, আসনগুলো আরামদায়ক, প্রশস্ত। সব সুযোগ সুবিধা রয়েছে।

বনলতা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী স্টেশন থেকে সকাল ৭টায় ছেড়ে ঢাকা পৌঁছাবে ১১টা ৪০মিনিটে। আর ঢাকা থেকে দুপুর ১টা ১৫মিনিটে ছেড়ে রাজশাহী আসবে সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর