ঢাকা, ২৭ নভেম্বর বুধবার, ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৮০৫

সরাসরি ট্রেন সার্ভিস উদ্বোধন

‘বনলতা’ পেয়ে উচ্ছসিত চাঁপাইবাসী

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:২৬ ১৮ জুলাই ২০১৯  

বিরতিহীন ট্রেন বনলতা এক্সপ্রেস চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত সম্প্রসারণ করা হলো। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বনলতা এক্সপ্রেসের উদ্বোধন করেন।

বনলতা এক্সপ্রেস ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে ভোর ৫.৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। পৌছাবে ১১.৫০ মিনিটে। আবার ঢাকা থেকে দুপুর ১.৩০ মিনিটে ছেড়ে চাঁপাইনবাবগঞ্জ পৌছাবে সন্ধ্যা ৭.১০ মিনিটে। শুক্রবার বন্ধ থাকবে ট্রেনটি।

সরাসরি এই ট্রেনের টিকিটের মূল্যঃ চাঁপাই নবাবগঞ্জ থেকে ঢাকা ৪২৫ টাকা / (এসি ৮১০/- ) এবং রাজশাহী থেকে ঢাকা ৩৭৫ টাকা (এসি ৭২৫/- )।

চাঁপাইনবাবগঞ্জবাসীর জন্য একটি এসি ও দুটি নন এসি বগিতে আসন বরাদ্দ থাকছে ২৬৪ টি।

এর মাধমে পূরণ হলো চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর দীর্ঘদিনের দাবি। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত সরাসরি ট্রেন চালুর সেই স্বপ্ন বাস্তবে রূপ পেলো।

বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীবনলতা এক্সপ্রেসট্রেন উদ্বোধনের মধ্য দিয়ে পথচলা শুরু হয় সেই স্বপ্নের। আর সরাসরি ট্রেন পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জবাসী রাজনৈতিক নেতারা স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। উচ্ছসিত পুরো জেলার সবস্তরের মানুষ।

উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ রেল ষ্টেশনে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের। এতে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজামান লিটন, সাংসদ ডাঃ সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, সংরক্ষিত মহিলা এমপি ফেরদৌসী ইসলাম জেসী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তাজকির-উজ-জামান, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, রেলওয়ের পশ্চিমাঞ্চলের জিএম শহীদুল ইসলামসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা সুশীল সমাজের প্রতিনিধিরা।

আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেন চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিতকরণ অংশ বাঁশি বাজিয়ে পতাকা নেড়ে উদ্বোধন করেন। পরে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জের আমচাষী ইসমাইল হোসেন খান এক শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, বনলতা এক্সপ্রেস চাঁপাইনবাবগঞ্জের জন্য আমার পক্ষ থেকে ঈদ উপহার। আর এখন আমের সময়। তাই সব মিলিয়ে দ্রুতই বনলতা এক্সপ্রেসকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

 

 

 

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর