ঢাকা, ২০ জানুয়ারি সোমবার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
৯৫৪

বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতায় আসেনি আওয়ামী লীগ: কাদের

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৫১ ২৫ ডিসেম্বর ২০১৮  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

আওয়ামী লীগ গণতন্ত্রে নয়, সমৃদ্ধির ওপর জোর দিচ্ছে। এটা যারা বলে সেটা ঠিক কথা নয়। বিশিষ্ট অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, গণতন্ত্র ছাড়া সমৃদ্ধি সম্ভব নয়। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই দেশে সমৃদ্ধি হচ্ছে।’ গণতন্ত্র ছাড়া সমৃদ্ধি সম্ভব নয়। 

এসব কথা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নোয়াখালীর বেগমগঞ্জে নির্বাচনী  এক পথসভায় বলেন।

তিনি বলেন, উনসত্তর থেকে এ পর্যন্ত আওয়ামী লীগ সরকার যতবার ক্ষমতায় এসেছে, গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে এসেছে। কখনোই বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতায় আসেনি।

মঙ্গলবার দুপুরে নোয়াখালী-৩ আসনে (বেগমগঞ্জ) আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশিদ কিরনের সমর্থনে বেগমগঞ্জ চৌরাস্তায় আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি বলেন, গণতন্ত্রের ম্যাজিশিয়ান হলেন প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা ম্যাজিকে সারা দেশে নৌকার জয়জয়কার। কারণ নৌকা উন্নয়নের প্রতীক। নৌকায় ভোট দিলে জনগণ কিছু পায়, দেশের উন্নয়ন হয়। নৌকার ওপর মানুষ ভরসা করতে পারে তাই তারা নৌকাতে ভোট দেন।

ওবায়দুল কাদের বেগমগঞ্জবাসীর উদ্দেশে বলেন, আওয়ামী লীগ এবার ক্ষমতায় এলে জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে ফ্লাইওভার নির্মাণ করার সঙ্গে নোয়াখালী থেকে ফেনী এবং লক্ষ্মীপুর থেকে নোয়াখালী পর্যন্ত সড়ক চার লেনে রাস্তায়  উন্নীত করা হবে।

পথসভায় উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ আসনে নৌকার প্রার্থী মামুনুর রশিদ কিরন, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম জাফর উল্যাহ, চৌমুহনী পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আক্তার হেসেন ফয়সলসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা।