ঢাকা, ২৩ নভেম্বর শনিবার, ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৪৫০

বলিরেখা কমান প্রাকৃতিক উপায়ে 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:৩৬ ৮ ফেব্রুয়ারি ২০২১  

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে কোলাজেন তৈরির স্বাভাবিক ক্ষমতা কমে আসে, ফলে ত্বক বুড়িয়ে যেতে শুরু করে। বলিরেখা পড়ে যায়। বলিরেখা কমান প্রাকৃতিক উপায়ে। কিভাবে  বলিরেখা কমানো যায় জেনে নিন। 

 

ডিমের সাদা অংশ

ডিমের সাদা অংশ ভালো করে ফেটিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন ত্বক।

 

অলিভ অয়েল
রাতে ঘুমানোর আগে কয়েক ফোঁটা অলিভ অয়েল ভালো করে ম্যাসাজ করুন ত্বকে। কয়েক মিনিট পর নরম তোয়ালে দিয়ে মুছে নিন।

 

লেবুর রস
প্রতিদিন এক গ্লাস লেবু পানি পান করুন। ত্বক সজীব থাকবে।

 

কলা
অর্ধেকটি কলা চটকে ত্বকে লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

 

অ্যালোভেরা
তাজা পাতা থেকে অ্যালোভেরার জেল সংগ্রহ করে ত্বকে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন ঠাণ্ডা পানি দিয়ে।

 

আনারস
আনারসের টুকরা ত্বকে ঘষুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।

 

এছাড়া প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। খাদ্য তালিকায় রাখা চাই শাকসবজি ও ফল।