ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৯১৬

বাঁধাকপি খান নাকি? (ভিডিও)

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১৪ ১১ জানুয়ারি ২০২০  

শীতকালীন সহজলভ্য সবজি বাঁধাকপি। এটি সবজি ও সালাদ-দুইভাবেই  খাওয়া যায়। এতে রয়েছে অনেক পুষ্টিগুণ। 
#বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ফাইবার বিদ্যমান। এছাড়া ক্যালরি কম থাকায় ওজন কমাতে এর জুড়ি মেলা ভার। 
#একটু খেলেই ক্ষুধা নিবারণ হয়। সালাদ হিসেবে কাঁচা বাঁধাকপি খেলে দ্রুত ওজন কমে।
#এতে আঁশ বেশি থাকায় কোষ্ঠকাঠিন্য দূর হয়। এটি হজমে সাহায্য করে। 
#যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা অনেক বেশি, তারা তা কমাতে নিয়মিত বাঁধাকপি খেতে পারেন। 
#সম্প্রতি গবেষণায় প্রমাণিত হয়েছে আলসার সারাতে সাহায্য করে এ সবজি। যাদের এ রোগ রয়েছে, তারা এর জুস খেতে পারেন।
#ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট বেশি থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে বাঁধাকপি। 
#শীতকালে যাদের সর্দি-কাশি বেশি হয়, তারা খাবার তালিকায় এটি রাখলে উপকার  পাবেন। 
#বাঁধাকপি ক্যানসার ঝুঁকি কমায়। এতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে, যা দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। 
#এ সবজি নিয়মিত খেলে চুল কোমল ও মসৃণ হয়। ত্বকের উজ্জ্বলতা বাড়ে। 
#এতে রয়েছে প্রচুর পরিমাণে সালফার, যা টক্সিন বের করে দিয়ে শরীরকে ডিটক্সিফাই করে। 
#ক্যালসিয়াম, ফসফরাস ও সোডিয়াম বেশি থাকায় নিয়মিত বাঁধাকপি খেলে হাড় মজবুত হয়। 
#এছাড়া এতে বিদ্যমান আয়রন রক্তস্বল্পতা কমাতে সাহায্য করে।