ঢাকা, ২৭ নভেম্বর বুধবার, ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৭১৩

বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:০১ ২১ মে ২০১৯  

ছবি : সাইফুল কল্লোল

ছবি : সাইফুল কল্লোল

শান্তিশৃঙ্খলা বজায় রেখে দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিলে তিনি আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। একে উন্নত দেশের কাতারে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

ইফতারে দেশের বিশিষ্ট শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। শেখ হাসিনা সবাইকে রমজানের শুভেচ্ছা জানান।

আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের চেতনায় দেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে স্বাধীনতার সুফল পৌঁছে দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখার কথাও বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, গ্রাম থেকে বাংলাদেশের প্রতিটা মানুষ যেন উন্নত জীবন পায় আমরা সেই কামনা করি।  দেশ আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। আমাদের সবাইকে প্রচেষ্টা চালাতে হবে। আমরা উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছি। এরই ধারাবাহিকতায় উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পারি।

তিনি আরো বলেন, শান্তি ছাড়া উন্নতি সম্ভব নয়। বাংলাদেশ উন্নত সমৃদ্ধ শান্তির দেশ হিসেবে গড়ে উঠুক সেটাই আমদের লক্ষ্য।

এসময় জাতীয় অধ্যাপক . রফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান, এটর্নি জেনারেল মাহাবুবে আলম, বিচারপতি মেজবাউদ্দিন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদ ওবায়দুল কাদের, বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমসহ বিশিষ্টজনেরা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর