ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৪১

বাংলাদেশকে ২০টি ব্রডগেজ ডিজেল ইঞ্জিন দেবে ভারত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:১১ ৯ সেপ্টেম্বর ২০২২  

রেল যোগাযোগ উন্নয়নে বাংলাদেশকে ২০টি ব্রডগেজ ডিজেল লোকোমোটিভ (ইঞ্জিন) দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে প্রতিবেশি রাষ্ট্র ভারত। পাশাপাশি বাংলাদেশ-ভারত রেলসংযোগের উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চারদিনের সরকারি সফরে বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে ২০টি লোকোমোটিভ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছি নয়াদিল্লি।

 

জানা গেছে, বাংলাদেশের অভ্যন্তরীণ রেলসংযোগ উন্নয়নে বেশ কিছু পদক্ষেপের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এগুলো হলো টঙ্গী-আখাউড়া লাইনকে ডুয়েলগেজে রূপান্তর, বাংলাদেশ রেলওয়েতে রেলওয়ে রোলিং স্টক সরবরাহ, ভারতীয় রেলওয়ের স্বনামধন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের কর্মীদের সক্ষমতা বৃদ্ধিকরণ, বাংলাদেশ রেলওয়ের সেবার উন্নতি নিশ্চিতে আইটি-সংক্রান্ত সহযোগিতা প্রদান।

 

উল্লেখ্য, তিন বছর আগে ভারত ১০টি ব্রডগ্রেজ ইঞ্জিন উপহার দেয়। এসব ইঞ্জিন রেলওয়েতে দিয়ে ভারত থেকে মালামাল আনা নেয়া করার কাজ চলছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর