ঢাকা, ২১ জানুয়ারি মঙ্গলবার, ২০২৫ || ৭ মাঘ ১৪৩১
good-food
৮০২

বাংলাদেশিদের ইউক্রেন ছাড়ার পরামর্শ

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:১৪ ১৬ ফেব্রুয়ারি ২০২২  

ইউক্রেনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সেখানকার বর্তমান পরিস্থিতিতে সৃষ্ট অনিশ্চয়তার কারণে দেশটি ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। পোল্যান্ডের রাজধানী ওয়ারশ নগরীতে বাংলাদেশ দূতাবাসের এক সার্কুলারে বলা হয়েছে, “ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা সাময়িকভাবে ইউক্রেন ছেড়ে যাওয়ার কথা বিবেচনা করতে পারেন।”

 

রাশিয়া কয়েক দিনের মধ্যেই ইউক্রেনের পশ্চিমাঞ্চলে আগ্রাসন চালাতে যাচ্ছে বলে আন্তর্জাতিক গোয়েন্দা প্রতিবেদনের প্রেক্ষিতে ঢাকা এই পরামর্শ দিয়েছে। সার্কুলারে বলা হয়, ইউক্রেনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা অন্য দেশে যেতে না পারলে বাংলাদেশে যেতে পারবেন।

 

পোল্যান্ডে বাংলাদেশ মিশন ইউক্রেনে প্রবাসী বাংলাদেশিদের তাদের অবস্থান সম্পর্কে দূতাবাসকে অবহিত করার জন্য অনুরোধ করেছে যাতে দূতাবাসের কর্মকর্তারা সহায়তার কোন প্রয়োজন হলে তাদের কাছে পৌঁছাতে পারে।
একই সঙ্গে সার্কুলারে ইউক্রেন ভ্রমণ যদি অপরিহার্য না হয় তাহলে বাংলাদেশি নাগরিকদের তা এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে।

 

সার্কুলারে আরও বলা হয়, ইউক্রেনের সামগ্রিক পরিস্থিতি মনিটরিংয়ের মাধ্যমে দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের পরামর্শ দেবে।