ঢাকা, ২২ ডিসেম্বর রোববার, ২০২৪ || ৮ পৌষ ১৪৩১
good-food
১৩০

বাংলাদেশিদের ই-ভিসা দেবে থাইল্যান্ড

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২৮ ২৬ অক্টোবর ২০২৪  

ভ্রমণের জন্য বাংলাদেশিদের ই-ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড। আগামী বছরের প্রথমদিকে এ সুবিধা পেতে পারেন বাংলাদেশি ভ্রমণকারীরা। থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার শাখার মহাপরিচালক রাষ্ট্রদূত হরায়ুত পংপ্রাপান্ত ব্যাংককে বাংলাদেশের রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজীর নেতৃত্বে দূতাবাসের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে এ কথা জানান।

 

ব্যাংককের বাংলাদেশ দূতাবাস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ই-ভিসা চালু হলে বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীরা অনলাইনের মাধ্যমে ঘরে বসে থাইল্যান্ডের ভিসা নিতে পারবেন। থাইল্যান্ড ইতোমধ্যে তাদের ৬৯টি দূতাবাসের মাধ্যমে এ সুবিধা দেওয়া শুরু করেছে।

 

থাইল্যান্ডের কনস্যুলার শাখার মহাপরিচালক হরায়ুত পংপ্রাপান্ত বলেছেন, আগামী ১৯ ডিসেম্বর থেকে দুই দেশের সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সুবিধা চালু করা হবে। গত এপ্রিলে ব্যাংককে স্বাক্ষরিত এ সংক্রান্ত চুক্তি আগামী ১৯ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

 

কনস্যুলার শাখার মহাপরিচালক থাইল্যান্ডে চিকিৎসা নেওয়ার জন্য আগ্রহী বাংলাদেশি পাসপোর্টধারীদের ঢাকা থেকে ভিসা নেওয়ার সময় ডেসটিনেশন থাইল্যান্ড ভিসা (ডিটিভি) নেওয়ার পরামর্শ দিয়েছেন। পরিচর্যাকারীর ভিসাসহ এ ভিসা পাঁচ বছর মেয়াদী এবং প্রতি ভ্রমণ ছয় মাস মেয়াদী।