ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৫৯

বাংলাদেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৩৬ ৮ মার্চ ২০২০  

 বাংলাদেশে তিনজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। 

আজ রবিবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

আক্রান্তদের মধ্যে একজন নারী এবং দুজন পুরুষ। এদের মধ্যে একজন ইতালিফেরত বাংলাদেশি। এদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।

তবে আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন সারাদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরিস্থিতি তৈরি হয়নি।


তিনি জানান, আক্রান্তদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। পুরুষ দুইজন ইতালী থেকে ভ্রমণ করে দেশে এসেছেন বলে জানান, আইইডিসিআর মহাপরিচালক। এদের মধ্যে এক পরিবারের দু’জন সদস্য আছেন। এদের মধ্যে একজন নারী একজন পুরুষ।  বিদেশ ফেরত সদস্য থেকে তার শরীরে করোনার সংক্রমণ হয়েছে। আক্রান্তদের বয়স ২০-৩৫ বছর। এসময় তাদের শারীরিক অবস্থা ভালো বলে জানায় আইইডিসিআর। 
জানা গেছে, আক্রান্ত দুজনই ইতালি থেকে এক সপ্তাহ আগেই দেশে ফিরে আসেন। এরপর বাসায় ফিরে তারা করোনা ভাইরাসের লক্ষণ দেখে আইইডিসিআরকে ফোনে জানান।  আইইডিসিআর এর সংশ্লিষ্ট চিকিৎসকরা তাদের রক্ত ও কফ পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হন করোনা ভাইরাসে আক্রান্ত।