ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৯৭৫

বাংলাদেশ থেকে ৭০০ কিলোমিটার দূরে ফণী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২৫ ২ মে ২০১৯  

বাংলাদেশ থেকে এখন মাত্র ৭০০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ফণী। আগামীকাল শুক্রবার সন্ধ্যা নাগাদ এটি উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে।

ঘূর্ণিঝড়টি বাংলাদেশ অতিক্রম করবে শনিবার দুপুরে। এদেশে থাকাকালীন এর গতিবেগ হতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার। ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কা তুলনামূলক কম।

ঝড়টি ভারতীয় উপকূলে আঘাত করে বাংলাদেশে প্রবেশ করবে। গতিপথ পরিবর্তন করে সরাসরি এদেশে আঘাতের সম্ভাবনা আপাতত নেই।

আবহাওয়াবিদরা বলছেন, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ভারতের অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে উদ্ধারকর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। মজুদ রাখা হয়েছে জরুরি ওষুধ শুকনো খাবার।

ঘূর্ণিঝড় ফণী' আঘাতে ভারত বাংলাদেশের প্রায় ১০ কোটি মানুষ ক্ষয়ক্ষতির শিকার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতের আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, প্রবল শক্তি নিয়ে ওড়িশার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'ফণী' এর প্রভাবে ক্ষয়ক্ষতি প্রাণহানি এড়াতে বিভিন্ন প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর