ঢাকা, ১৩ ডিসেম্বর শুক্রবার, ২০২৪ || ২৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩২৭

বাংলাদেশ দলে স্বস্তির খবর

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:০১ ২৬ অক্টোবর ২০২৩  

বিশ্বকাপের সবশেষ দুই ম্যাচে বাংলাদেশের হয়ে খেলতে পারেননি তারকা পেসার তাসকিন আহমেদ। কাঁধের চোটে থাকা এই পেসার দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে অনুশীলনে বলই করতে পারছিলেন না। তবে আসন্ন নেদারল্যান্ডস ম্যাচের আগে তাকে ঘিরে স্বস্তির খবরই এসেছে।

 

আজ (বৃৃহস্পতিবার) কলকাতার ইডেন গার্ডেন্সে বল হাতে অনুশীলন করতে দেখা গেছে তাসকিনকে। সাম্প্রতিক সময়ে দলের পেসারদের পারফর্ম খুব একটা সুখকর নয়। এমন পরিস্থিতিতে পুরোপুরি ফিট হয়ে তাসকিন যদি আবারও একাদশে ফেরেন, তাতে টাইগার ক্রিকেটই উপকৃত হতে পারে। কলকাতায় আজ পুরোদমে বোলিং ও ফিল্ডিং অনুশীলন করেছেন এই বাংলাদেশি পেসার।

 

এ সময় নেটে ব্যাট করতে থাকা মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজদের লম্বা সময় ধরেই বল করেছেন তাসকিন। পরে ফিল্ডিং অনুশীলনে উচ্চতাসম্পন্ন ক্যাচ নিতেও দেখা যায় তাকে। তাসকিনের পুরো অনুশীলন সেশনে পাশে সঙ্গী হিসেবে ছিলেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।

 

আগামী শনিবার (২৮ অক্টোবর) কলকাতায় জয়ের ধারায় ফেরার লক্ষ্যে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। এখন পর্যন্ত তারা পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে। অথচ আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে বিশ্বকাপের শুরুটা ভালো হয়েছিল সাকিব আল হাসানদের। এরপরই তারা খেই হারিয়েছে। ব্যাটিং ও বোলিং ব্যর্থতায় ন্যূনতম লড়াইও দেখাতে পারছে না টিম টাইগার্স।

 

টানা চার পরাজয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন অনেক কঠিন করে তুলল চন্ডিকা হাথুরুসিংহের দল। এমন পরিস্থিতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের বাংলাদেশে ফেরার খবরে। বিশ্বকাপে ব্যাট হাতে জ্বলে উঠতে না পারা এই অলরাউন্ডার হঠাৎ-ই দল ছেড়ে ঢাকায় উড়ে আসেন। এরপর শৈশবের কোচ নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে মিরপুরে অনুশীলন করেছেন সাকিব। এভাবে দল ছেড়ে বিশ্বকাপের মাঝপথে দেশে আসা নিয়ে দেশের ক্রীড়াঙ্গনে চলছে তোলপাড়। তবে ছুটি শেষ হওয়ার আগে সাকিব ইতোমধ্যে কলকাতায় দলের সঙ্গে যোগ দিয়েছেন।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর