ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৫৩

বাইডেনকে জয়ী স্বীকারের পরপরই ভোল পাল্টালেন ট্রাম্প

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৫৪ ১৬ নভেম্বর ২০২০  

ফের সুর পাল্টালেন ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেনকে প্রথমবার জয়ী স্বীকার করার পর পরই ডিগবাজি খেলেন তিনি। তাৎক্ষণিক ভোল পাল্টিয়ে ফেললেন। টুইটবার্তায় সাফ জানিয়ে দিলেন, আমি হার মানিনি, মানছিও না। 

 

প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ‘তীর’ ছুড়ে ট্রাম্প বলেন, ভুয়া সংবাদমাধ্যমের চোখে জয়ী বাইডেন। জয়-পরাজয় নিয়ে আমি কিছুই স্বীকার করিনি। এখনও দীর্ঘ লড়াই বাকি। এই নির্বাচনে কারচুপি হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, আমরাই এই নির্বাচনে জিতব।

 

রবিবার (১৫ নভেম্বর, ২০২০) ট্রাম্প প্রথমবার স্বীকার করেন বাইডেন ‘জয়ী’। শুরু থেকেই তিনি গলা ফাটাচ্ছিলেন, এই নির্বাচনে ভোট জালিয়াতি হয়েছে। সেই অভিযোগও ভিত্তিহীন বলে মন্তব্য করেন।

 

কিন্তু এরপর কয়েক ঘণ্টা না যেতেই উল্টো সুর ট্রাম্পের কণ্ঠে। তিনি বলেন, এ ব্যাপারে আমি কোনো কথা বলিনি।  সেই সঙ্গে হুঙ্কার ছুড়েন,  আমরা যে আইনি লড়াইয়ে নেমেছি, এর শেষ দেখেই ছাড়ব।

 

এবারের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ছিল টানটান উত্তেজনা। ট্রাম্প-বাইডেনের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি ‘যুদ্ধ’। মিডিয়া ঘোষিত রেজাল্ট আসতেই চারদিন লেগে যায়। 

 

শেষ পর্যন্ত শক্ত ঘাঁটিগুলো জিতে বিজয়ী হন বাইডেন। তবে নবনির্বাচিত প্রেসিডেন্টকে মেনে নিতে নারাজি জানান ট্রাম্প। ভোটের ফলাফল নিয়ে আপত্তি তুলেন তিনি।  

 

ট্রাম্প বলেন, ইলেকশনে রিগিং হয়েছে। সেই সূত্রে আইনি পথে হাঁটার ঘোষণা দেন তিনি। সঙ্গে সঙ্গে আদালতে কয়েকটি মামলা করেন। যদিও বেশিরভাগই খারিজ হয়ে গেছে। এরই মধ্যে তার সমর্থনে হাজার হাজার মানুষ পথে নামে।

 

মার্কিন মুলুকের এবারের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন পেয়েছেন ৩০৬টি ইলেক্টোরাল কলেজ ভোট। আর রিপাবলিকান প্রার্থী অর্থাৎ বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প পেয়েছেন ২৩২টি ভোট। 

 

অবশ্য এখনও সরকারিভাবে চূড়ান্ত ফল ঘোষিত হয়নি। মোট ইলেক্টোরাল কলেজের ভোট ৫৩৮। এর মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকারি ‘ম্যাজিক ফিগার’ ২৭০ আগেই ছুঁয়ে ফেলেন বাইডেন।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর