ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩০৯

বাইডেনের ভুয়া ভিডিও ভাইরাল, ভিউ ১০ লাখ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:২২ ২ নভেম্বর ২০২০  

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের নির্বাচনী প্রচারকেন্দ্রিক একটি ভুয়া ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত সেটি ১০ লাখের বেশিবার দেখা হয়েছে। এতে দেখা যায়, নির্বাচনী প্রচারে কোন অঙ্গরাজ্যে রয়েছেন তা ভুলে গেছেন বাইডেন।

 

পরক্ষণেই আসল ভিডিওটি সামনে আসে। এতে দেখা যায়, নির্বাচনী প্রচারে মঞ্চে দাঁড়িয়ে আছেন বাইডেন। তিনি বলছেন, হ্যালো মিনেসোটা। পোডিয়ামে লেখা রয়েছে এমএন টু ৩০৩৩০।

 

কিন্তু নকল ভিডিওতে মঞ্চের স্থানের নাম পাল্টে ফেলা হয়েছে। মিনেসোটার পরিবর্তে করা হয়েছে ফ্লোরিডা। সেখানে লেখা হয়েছে, এফএল টু ৩০৩৩০।

 

ভুয়া ভিডিওটি টুইটারে শেয়ার করেন এক আমেরিকান। তিনি অভিযোগ করেন, বাইডেন সবকিছু ভুলে যান। তিনি দেশ পরিচালনার জন্য মানসিকভাবে সুস্থ নন। সামান্য নির্বাচনী প্রচারে কোন অঙ্গরাজ্যে রয়েছেন, সেটাই মনে রাখতে পারেননা। 

 

সম্পাদিত ভিডিওটির একটি ভার্সন টুইটারে প্রচার করা হয়েছে। ২৪ ঘণ্টারও কম সময়ে সেটি ১০ লাখের বেশিবার দেখা হয়েছে। এই ঘটনাকে ‘ম্যানিপুলেটেড মিডিয়া’ হিসেবে ব্যাখ্যা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। এরই মধ্যে ভিডিওটি মুছে ফেলেছে তারা।

 

উল্লেখ্য, প্রায়ই ভুয়া ভিডিও ছড়িয়ে থাকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা। এর মাধ্যমে বাইডেনকে মানসিক বিকারগ্রস্ত প্রমাণ করতে চায় তারা। এসব দেখে ডেমোক্র্যাট প্রার্থীর বিরুদ্ধে অনেকে বিরূপ মন্তব্যও করেন ট্রাম্প সমর্থকরা।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর