ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
৮৬৬

বাসে করে টুঙ্গিপাড়ায় মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৩০ ৯ জানুয়ারি ২০১৯  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গেছেন নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যরা। সেখানে নতুন মন্ত্রিসভার সদস্যরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। 

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ বুধবার সকাল ৭টার দিকে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারের সামনে থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন মন্ত্রিপরিষদের সদস্যরা।

 সাড়ে ১১টার কিছু পরে টুঙ্গিপাড়া পৌঁছান তারা। 

জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত শেষে ওই বাসে করেই মন্ত্রীরা ঢাকায় ফিরবেন।

এর আগে মঙ্গলবারও নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বাসে করে সাভারে গিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তারা। তারা চারটি বাসযোগে সাভারে যান। আসন সংকুলান না হওয়ায় মিনিবাসগুলোর ভেতরে তাদের অতিরিক্ত আসন পেতে বসতে দেখা গিয়েছিল।