ঢাকা, ৩০ ডিসেম্বর সোমবার, ২০২৪ || ১৬ পৌষ ১৪৩১
good-food
৫৩৭

বাহারকন্যা সূচনা কুমিল্লার নতুন মেয়র

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১১ ১০ মার্চ ২০২৪  

প্রথম নারী মেয়র পেলো কুমিল্লা বাসী। কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসীন বাহার সূচনা। তিনি মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের কন্যা।

 

শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১০৫টি কেন্দ্রের সবকটিতে বাস প্রতীকে সূচনা পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র ও বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু। টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট।  

 

ভোটে জয়ের পর তাহসীন বাহার সূচনা বলেছেন, ইনশায়াল্লাহ আমি শতভাগ নিষ্ঠার সঙ্গে কাজের মাধ্যমে আমার ভালোবাসার ঋণ শোধ করব।