ঢাকা, ২২ জানুয়ারি বুধবার, ২০২৫ || ৯ মাঘ ১৪৩১
good-food
১০৮

বাড়লো সয়াবিন তেলের দাম

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫৯ ৯ ডিসেম্বর ২০২৪  

বাজারে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৮ টাকা বেড়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেল পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের দাম বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়। এখন প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম হবে ১৭৫ টাকা, খোলা সয়াবিন বিক্রি হবে ১৫৭ টাকা। আগে বোতলজাত তেল ১৬৭ টাকা ও খোলা তেল ১৪৯ টাকা ছিল।

 

সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, আগে ১৬৭ টাকা ছিল বোতলজাত তেলের দাম। কিন্তু এরইমধ্যে ২০ শতাংশের বেশি দাম বেড়েছে আন্তর্জাতিক বাজারে। তাই যৌক্তিকভাবেই দাম বাড়ানো হয়েছে।

 

তিনি বলেন, ১৪৯ টাকা থেকে ৮ টাকা বাড়িয়ে খোলা সয়াবিন তেল ১৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। পাম তেলের দামও ১৫৭ টাকা করা হয়েছে। বাজারে তেল এবং আলুর দাম ছাড়া অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল আছে। আগামী এক মাসের মধ্যে আলুর দাম কমে আসবে বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন।