ঢাকা, ১০ জানুয়ারি শুক্রবার, ২০২৫ || ২৭ পৌষ ১৪৩১
good-food
২৪

বিদেশি নম্বর থেকে ফোন পাচ্ছেন, সাবধান না হলে বিপদ 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৪৩ ৯ জানুয়ারি ২০২৫  

বর্তমানে অনেকে আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলের দেশ থেকে ফোনকল পাচ্ছেন। নেপথ্যে একটি সুসংগঠিত প্রতারক চক্র কাজ করছে বলে অভিযোগ উঠেছে। চাকরি, লটারি বা উপহার দেয়ার প্রলোভন দেখিয়ে মানুষকে ফাঁদে ফেলছেন তারা। 

ফোনকল রিসিভ করলেই কৌশলে ব্যক্তিগত ও আর্থিক তথ্য হাতিয়ে নেয় এই চক্র। পরে ব্যাংক অ্যাকাউন্ট বা সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয় তারা। তাই বিদেশ থেকে আসা ফোনকল নিয়ে সাবধান থাকুন।

বিশেষজ্ঞরা বলছেন, সব আন্তর্জাতিক কল প্রতারণামূলক নয়। প্রবাসী বন্ধুবান্ধব, পরিবারের সদস্যদের বৈধ কলও আসে। তবে প্রতারকদের ফোনকলের ধরন ভিন্ন। এক্ষেত্রে সাধারণত মিসড কল দিয়ে কৌতূহল বাড়ানো হয়। যাতে ভুক্তভোগী নিজেই কল ব্যাক করেন। 

তারা বলেন, আবার কখনো কুরিয়ার বা চাকরিদাতা প্রতিষ্ঠানের পরিচয়ে জরুরি তথ্য জানার অজুহাতে বারবার কল করে প্রতারক চক্র। তাই এ ধরনের ফোনকল রিসিভ বা ব্যাক করা থেকে বিরত থাকুন। সন্দেহজনক নম্বর থেকে তা এলে পরিচয় জানতে ফোনে ট্রুকলার অ্যাপ ব্যবহার করুন। পাশাপাশি নম্বরগুলো ব্লক করুন।

বিশ্লেষকরা জানান, বিদেশি নম্বর থেকে প্রতারণায় ব্যবহৃত ফোনকলে সাধারণত পাঁচটি আন্তর্জাতিক কোড বেশি দেখা যায়। সেগুলো হলো +৯২ (পাকিস্তান), +৮৪ (ভিয়েতনাম), +৬২ (ইন্দোনেশিয়া), +১ (যুক্তরাষ্ট্র) ও +৯৮ (ইরান)। ফলে এসব থেকে ফোনকল গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। যদি একাধিক অজানা আন্তর্জাতিক নম্বর থেকে বারবার ফোনকল আসে, তাহলে ধরে নিতে হবে আপনার ব্যবহৃত ফোন নম্বর অনলাইনে ফাঁস হয়েছে।