ঢাকা, ২৩ নভেম্বর শনিবার, ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৭২

বিদেশ ভ্রমণ : পাসপোর্টে ডলার এনডোর্সমেন্টে নতুন নির্দেশনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:১৮ ৯ ফেব্রুয়ারি ২০২৩  

বিদেশ ভ্রমণে পাসপোর্টে ডলার এনডোর্সমেন্টে নতুন শর্ত জুড়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে আগে খরচ করা ডলারের পরিমাণ ভ্রমণকারীকে অনলাইনে যাচাই করতে হবে। পরে পাসপোর্টে তা এনডোর্স করতে হবে।  


মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।


এতে বলা হয়, বিদেশ ভ্রমণের আগে পাসপোর্টের পাতা ও অনলাইনে তথ্য যাচাই করতে হবে। কারণ ১ বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলারের বেশি বিদেশে ব্যয় করা যাবে না। 

 

সার্কুলারে উল্লেখ করা হয়, নগদ ও কার্ডের মাধ্যমে ডলার খরচ করেন ভ্রমণকারীরা। নির্ধারিত অংক যেন কোনোভাবেই সীমা অতিক্রম না করে মূলত এজন্যই নতুন নির্দেশ দেয়া হয়েছে। কারণ, বর্তমানে দেশে ডলার সংকট চলছে।   

 

তাতে জানানো হয়, পাসপোর্টের পাতায় আগের এনডোর্সমেন্ট অবশ্যই যাচাই করতে হবে। সেই সঙ্গে পাসপোর্টের বিপরীতে ভ্রমণকারীর ব্যয় করা বৈদেশিক মুদ্রার পরিমাণ বাংলাদেশ ব্যাংকের অনলাইন টিএম ফর্ম মনিটরিং সিস্টেম (ওটিএফএমএস), ইন্টারন্যাশনাল কার্ড মনিটরিং সিস্টেম (আইসিএমএস) এবং অনলাইন মানি চেঞ্জার মনিটরিং সিস্টেমে (ওএমসি এমএস) যাচাই করতে হবে। 

 

পরে তা এনডোর্স করতে হবে। আগের পাসপোর্ট নম্বরের (যদি থাকে) বিপরীতে একই বছর খরচ করা বৈদেশিক মুদ্রার পরিমাণ যাচাই করতে হবে।