ঢাকা, ২৭ নভেম্বর বুধবার, ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৮৩২

বিনা অপরাধে ৩ বছর কারাভোগ করলেন পাটকল শ্রমিক জাহালম

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৪১ ৪ ফেব্রুয়ারি ২০১৯  

সংগৃহীত

সংগৃহীত

অবশেষে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেন ৩৩ মামলার ভুল আসামি পাটকল শ্রমিক জাহালম ওরফে জানে আলম (২৮)।

বিনা অপরাধে তিন বছর কারাভোগের পর গতকাল রোববার রাতে মুক্তি তাকে মুক্তি দেয়া হয়। মুক্তি পেয়ে ভাইকে সঙ্গে নিয়ে রাতেই টাঙ্গাইলের গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন জাহালম।

দীর্ঘদিন বিনা অপরাধে কারা ভোগের পর গতকাল তাকে হাইকোর্ট দ্রুত মুক্তির রায় দেন। সে রায়ের পরিপেক্ষিতেই রাতেই তাকে মুক্তি দেয়া হয় বলে জানান  কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা। 

তিনি জানান, এ কারাগারে বন্দি জাহালম ওরফে জানে আলমকে হাইকোর্টের নির্দেশে রোববার রাত ১২টা ৫০ মিনিটের দিকে মুক্তি দেয়া হয়। এর আগে তাকে দেয়া আদালতের মুক্তির আদেশ মহা-কারাপরিদর্শকের দপ্তরের মাধ্যমে রাত ১২টার দিকে কাশিমপুর কারাগারে পৌঁছে। পরে আনুষ্ঠানিকতা শেষে তাকে মুক্তি দেয়া হয়।

বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রবিবার জাহালমকে মুক্তির ওই আদেশ দেন।

উল্লেখ্য, সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগে আবু সালেক নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৩৩টি মামলা দায়ের করে দুদক। পরে ওই মামলায় ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি সালের পরিবর্তে জাহালমকে গ্রেপ্তার করা হয়। এরপর ওই বছরের ২৭ মে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে এ কারাগারে স্থানান্তর করা হয়। 

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর