ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
৫৪০

বিনা কারণে বের হলেই গ্রেফতার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:২৭ ৩০ জুন ২০২১  

কঠোর লকডাউনের মধ্যে বিনা কারণে কেউ ঘর থেকে বাইরে বের হলেই পুলিশ গ্রেফতার করবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। বুধবার  দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক  সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

ডিএমপি কমিশনার বলেন, এবার লকডাউন ভঙ্গ করে বের হলে আইনি ঝামেলায় পড়তে হবে। রিকশা ব্যবহার করা গেলেও কোনো ইঞ্জিনচালিত যানবাহন ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া মাঠে ম্যাজিস্ট্রেট থাকবেন। এবারে আমরা প্রথমবারের মতো ২৬৯ ধারায় মামলা দিতে যাচ্ছি, যারা বিনা কারণে বাইরে বের হবেন। এরপর তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হবে।

 

ডিএমপি কমিশনার আরও বলেন, ন্যূনতম ৬ মাসের জেল ও জরিমানা হতে পারে এই আইনে মামলা হলে। গ্রেফতারের বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘এমনও পরিস্থিতি হতে পারে প্রথম দিনেই ডিএমপিতে ৫ হাজার লোককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তাই বিনা কারণে বাইরে বের না হওয়ার জন্য নগরবাসীকে অনুরোধ করছি।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর