ঢাকা, ২৬ নভেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৮০১

বিনা পয়সায় গুডবাই জানান এলার্জিকে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০৪ ২৪ মার্চ ২০১৯  

চলমান জীবনে এলার্জি কতটা ভয়ংকর সেটা যিনি ভুক্তভোগী শুধু তিনিই জানেন। এর উপশমের জন্য কতজন কত কিছুই না করেন। তবু এর সুরাহা হয় না। কত সুস্বাদু খাবার চোখের সামনে দেখে জিহ্বে পানিেএলেও এলার্জি ভয়ে তা আর খাওয়া হয় না।

এজন্য বছরের পর বছর ভুক্তভোগিরা এসব খাবার এড়িয়ে যান। ভোগেন পুষ্টিহীনতায়। তবে এর জন্য আর চিন্তা নয়। এলার্জি আক্রান্ত ব্যক্তিরা সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। এবার বিনা পয়সায় এলার্জিকে গুডবাই জানান আজীবনের জন্য।

এজন্য আপনাকে যা করতে হবে

. এক কেজি নিমপাতা ভালো করে রোদে শুকিয়ে নিন।

. শুকনো নিমপাতা পাটায় পিষে গুঁড়ো করুন এবং তা ভালো করে পরিস্কার পরিচ্ছন্ন একটি কৌটায় ভরে রাখুন।

. এবার ইসবগুলের ভুষি কিনুন। এক চা চামচের তিনভাগের একভাগ নিমপাতার গুঁড়া এবং এক চা চামচ ভুষি গ্লাস পানিতে আধাঘণ্টা ভিজিয়ে রাখুন।

. আধাঘণ্টা পর চামচ দিয়ে ভালো করে নাড়ুন।

. প্রতিদিন সকালে খালি পেটে, দুপুরে ভরা পেটে এবং রাতে শোয়ার আগে খেয়ে ফেলুন। ২১ দিন একটানা খেতে হবে।

. কার্যকারিতা শুরু হতে এক মাস লেগে যেতে পারে। ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। এরপর থেকে এলার্জির জন্য যা যা খেতে পারতেন না যেমন- হাঁসের ডিম, বেগুন, গরুর মাংস, চিংড়ি, কচু, কচুশাক, গাভীর দুধ, পুঁইশাক, মিষ্টি কুমড়াসহ অন্যান্য খাবার খান। দেখবেন কোনও সমস্যা হচ্ছে না।