ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৮৭৯

বিবিসির প্রভাবশালী ১০০ নারীর তালিকায় ২ বাংলাদেশি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৪০ ২৪ নভেম্বর ২০২০  

২০২০ সালের সারাবিশ্বের অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে বিবিসি। তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের দুইজন। তারা হলেন রিনা আক্তার ও রিমা সুলতানা রিমু। ষষ্ঠ স্থানে আছেন রিনা। আর ৮৫তম স্থানে রয়েছেন রিমা। 

 

রিনা আগে যৌনকর্মী হিসেবে কাজ করতেন। স্বাভাবিকভাবেই করোনাকালে যৌনকর্মীদের মর্মবেদনা বুঝতে পারেন তিনি। এসময়ে ঢাকায় এ পেশায় নিয়োজিত কর্মহীন-উপার্জনহীন নারীদের ঘরে খাবার পৌঁছে দেন এ বাংলাদেশি। সহযোগীদের সহায়তায় সপ্তাহে প্রায় ৪০০ খাবার তাদের কাছে সরবরাহ করেন তিনি। তাতে ছিল ভাত, শাকসবজি, ডিম, ও মাংস।

 

রিনা বলেন, মানুষ আমাদের অবহেলা করে, ছোট চোখে দেখে। কিন্তু আমরা ক্ষুধা নিবারণ করতে এ কাজ করি। আমি চেষ্টা করছি যেন যৌনকর্মীরা অভুক্ত না থাকেন। তাদের সন্তানদের যাতে পতিতাবৃত্তি করতে না হয়।

 

রিমা ইয়াং উইমেন লিডার ফর পিস, কক্সবাজার, বাংলাদেশের সদস্য। শরণার্থীদের নিয়ে বিভিন্ন মানবিক কাজ করেন তিনি। রোহিঙ্গা নারী ও শিশুদের ন্যূনতম শিক্ষা, যথা-স্বাক্ষরজ্ঞান, সংখ্যাজ্ঞান নিশ্চিতে কার্যক্রম পরিচালনা করেন। এজন্য তাদের পাঠদান করেন এ বাংলাদেশি। রোহিঙ্গাদের শিক্ষিকা হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি। 

 

দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের চারজন, পাকিস্তান-আফগানিস্তানের দুইজন এবং নেপালের একজন নারী রয়েছেন এ তালিকায়।
এ দুর্যোগকালে যারা পরিবর্তনে নেতৃত্ব দিয়েছেন এবং ভিন্ন কিছু করে জনকল্যাণে অবদান রেখেছেন তারাই বিবিসির শীর্ষ ১০০ নারীর তালিকায় ঠাঁই পেয়েছেন।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর